যারা একদম শূন্য থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়েব ডেভেলপমেন্ট শিখে তারপর ওয়েব ডেভেলপার হিসেবে কোন একটা কোম্পানিতে চাকরি/ইন্টার্ন করতে চায়, তাদের জন্য। সো, তুমি CSE ব্যাকগ্রাউন্ড বা non-CSE ব্যাকগ্রাউন্ড এর হও না কেন। তুমি যদি সিরিয়াসলি হার্ডওয়ার্ক করে ওয়েব ডেভেলপমেন্ট শিখে ক্যারিয়ার শুরু করার চেষ্টা করতে ডিটারমাইন্ড থাকো তাহলে এই কোর্স এ জয়েন করো।
এখন পর্যন্ত আমাদের যত স্টুডেন্ট জব প্লেসমেন্ট টিমের সাথে মিলে চেষ্টা করে গেছে তাদের সবাই একটি চাকরি বা ইন্টার্নশিপ পেয়েছে। যারা লেগে থেকেছে তাদের একজনও বাদ যায়নি। তাই এই কারণে আমরা বলতে পারি: কোর্স এবং SCIC শেষ করার পর যদি তুমি প্রতিদিন ৬-৮ ঘণ্টা সময় দেয়ার নিশ্চয়তা দিতে পার, তবে আমরা তোমাকে কোর্স শেষ করার ৩-৬ মাসের মধ্যে একটি চাকরি বা ইন্টার্নশিপের গ্যারান্টি দিচ্ছি। বাকি যা আছে কপালে !!
বরং AI ওয়েব ডেভেলপারদের চাহিদা বাড়াবে। কারণ AI ইউজ হয় এমন ওয়েব সাইট আর এপ্লিকেশন এর চাহিদা বাড়বে এবং বর্তমানে যেসব ওয়েবসাইট আছে সেগুলতে AI সিস্টেম যোগ করার দরকার পড়বে। তাছাড়া তুমি যে chatGPT, Gemni এর মতো AI ইউজ করতেছো সেটা কিন্তু ওয়েবসাইট এ গিয়েই ইউজ করতেছো। তাই AI ওয়েব ডেভেলপারের ডিমান্ড কমাবে না বরং বাড়াবে।